শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

২০২৮ অলিম্পিকে সোনা জিততে চান রোমান সানা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

প্রথমবারের মতো টোকিও অলিম্পিকে গিয়ে ব্যর্থ হয়েছেন রোমান সানা। এমন পারফরম্যান্সে কিছুটা হতাশ হলেও ২০২৮ অলিম্পিকে চোখ রাখছেন দেশসেরা আর্চার! প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে হারালেও রোমানকে ধাক্কা খেতে হয় পরের রাউন্ডে। কানাডার ক্রিসপিন ডুয়েনাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও দ্বিতীয় রাউন্ডে হারতে হয়েছে। তাতে একটি পয়েন্টের জন্য শেষ হয়ে গেছে রোমানের অলিম্পিক স্বপ্ন! এর আগে অলিম্পিকে মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। দুই ব্যর্থতার পর রোমান তাই বলেছেন, ‘আমি সত্যিকার অর্থে কিছুটা হতাশ। কেননা জেতার জন্য শেষ তীরটায় ১০ স্কোর করতে পারলেই হতো। এই ম্যাচ জেতার জন্য আমার ভালো সুযোগ ছিল।’ প্রথমবার ব্যর্থ হলেও এখানেই থেমে যেতে চান না রোমান। দৃষ্টি এবার তার ২০২৮ অলিম্পিকে। আগামীতে সোনার পদক জেতার লক্ষ্য তারকা এই আর্চারের, ‘আমার লক্ষ্য হলো ২০২৮ অলিম্পিকে সোনা জয়। এছাড়া ২০২৪ অলিম্পিকেও খেলতে চাই। ভালো করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
রোমানদের কোচ মার্টিন ফ্রেডরিক এমন ফল চাননি। তবে হতাশও নন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন,‘রোমান লড়াই করেছে। শেষ দিকে এসে এক পয়েন্টের জন্য ম্যাচটি হাতছাড়া হয়ে যায়। আমি এই ফলে খুশি নই। আবার হতাশও নই। রোমান যেভাবে খেলেছে, তাতে করে আমি সন্তুষ্ট। শেষটা ভালো হলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো।’ শিষ্যের মতো সামনের দিকে দৃষ্টি এই জার্মান কোচেরও, ‘সামনে আমাদের একাধিক প্রতিযোগিতা আছে। সেই লক্ষ্যে এখন থেকেই চেষ্টা করতে হবে। পিছনে ফিরে তাকালে হবে না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com