সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি সিরিজ খেলতে টিম অস্ট্রেলিয়া এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে অসিরা। শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগেই জানা, অসি দলে নেই সাত শীর্ষ তারকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মার্কাস স্টয়নিস, ঝিয়ে রিচার্ডসন এবং কেইন রিচার্ডসন। বলার অপেক্ষা রাখে না, ২০১৭ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ (১-১ ড্র) খেলে যাওয়ার পর আর অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি। প্রায় চার বছর (তিন বছর ১০ মাস) পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা। এবার অবশ্য শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অসিরা।
ঢাকা পৌঁছে প্রথম তিনদিন করোনা প্রটোকল মেনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১ আগস্ট প্রথমবার হোটেল থেকে বের হয়ে শেরে বাংলায় প্র্যাকটিসে যাবে টিম অস্ট্রেলিয়া। ৩ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ আগস্টের পর ৪ আগস্টই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৫ আগস্ট বিরতি। এরপর ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।
এদিকে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অবতরণ করার মুহূর্ত কাভার করতেঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভিড় জমিয়েছিলেন মিডিয়া কর্মীরা; কিন্তু তারা কোন কিছু টের পাওয়ার আগেই বিমান বন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে যান অস্টেলিয়ান ক্রিকেটারদের বহন করা টিম বাস।
৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করার অল্প কয়েক মিনিটের মধ্যেই ইমিগ্রেশন পার হয়ে যান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আগেই বলা ছিল, বিমান বন্দরে ইমিগ্রেশন অতিক্রম করার সময় সর্বসাধারনের শারীরিক উপস্থিতি চায় না অস্ট্রেলিয়ানরা। জানা গেছে, অসি ক্রিকেটারদের বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন পার করে দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই টিম বাসে গিয়ে বসেন এবং সেই বাস দ্রুত ঢাকা ইন্টারকন্টিন্টোল হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এদিকে নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চ শেষ মুহূর্তে আহত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ সফরে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গেছে, ঢাকায় পৌঁছার পর তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়কের নাম ঘোষণা করবে।
টিম অস্ট্রেলিয়া: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন মাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টায়ে, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com