সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

ক্লাবকে ধ্বংস করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না : বার্সা সভাপতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকা ক্যাম্প ন্যু ছাড়ছেন। দুই পক্ষের মধ্যে নতুন চুক্তির ব্যাপারে সমঝোতা হলেও আর্থিক কারণে লিওনেল মেসিকে আর ধরে রাখতে পারছে না বার্সেলোনা। ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্ক এভাবে ভেঙে যাওয়ার ব্যাপারটি মানতে পারছেন না ভক্ত-সমর্থকরা। কিন্তু কিছু করার নেই। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানালেন, কী কারণে মেসিকে রাখতে পারছেন না তারা।
মূল কারণটা আর্থিক, জানিয়ে লাপোর্তা বলেন, ‘প্রথমেই আমরা বলতে চাচ্ছি আমরা লা লিগার থেকে যে অর্থ পেয়েছি তা একদমই নগণ্য। ক্লাবের মোট আয়ের থেকেও খেলোয়াড়দের বেতন দিতে হয় ১১০% বেশি। আমাদের এত টাকা নেই খেলোয়াড়দের বেতন দেওয়ার জন্য।’ বার্সা সভাপতি যোগ করেন, ‘লা লিগা ফিনানশিয়াল ফেয়ার প্লে অনুযায়ী চলে এবং আমাদের এত টাকা দেওয়ার মত ক্ষমতা বর্তমানে নেই। আমরা যখন প্রথম এই চেয়ারে বসি তখন বার্সেলোনার অডিট এবং তাদের পরিসংখ্যান যখন দেখাচ্ছিল তখন আমরা যা ভেবেছিলাম তার থেকেও অনেক খারাপ দেখাচ্ছে। আমরা যে পরিমাণ অর্থ হারিয়েছি সেটা সংখ্যায় অনেক। বর্তমান চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনে কোনো লাগাম নেই। যেগুলো ফেয়ার প্লের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।’
মেসিকে রাখতে গেলে ক্লাবকে ৫০ বছরের জন্য বিপদে ফেলতে হতো, এমনটাই জানান লাপোর্তো। তার কথা, ‘ক্লাবের বয়স ১০০ বছর এবং ক্লাব সবার এবং সবকিছুর উপরে এমনকি সেটা বিশ্বের সেরা খেলোয়াড়ের জন্যেও। আমাদের আর্থিক সঙ্কট স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। আমাদের বেতন দেওয়ার ভেতর কোনো সামঞ্জস্য নেই। ফিনানশিয়াল ফেয়ার প্লেও আমাদেরকে ব্লক করে দিয়েছে। আমি ক্লাবকে ধ্বংস করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’ মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি হয়ে গিয়েছিল জানিয়ে লাপোর্তা বলেন, ‘আমি মেসিকে ধন্যবাদ দিতে চাই এবং সকল মানুষকে যারা দুই পক্ষের সমঝোতায় ভূমিকা রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত লা লিগার রুলসের কারণে আমরা তাকে সাইন করাতে পারিনি। আমি খুবই মর্মাহত কারণ আমরা সবকিছুই করেছিলাম মেসিকে রাখার এবং সেও বার্সায় থাকার প্রস্তুতি নিয়েছিল। মেসিকে ছাড়াই বার্সেলোনার নতুন যুগ শুরু হচ্ছে আজ থেকে। আমরা মেসিকে ধন্যবাদ জানাই। আমাদের মেসির সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছিল এবং তাকে আমরা ২ বছরের বেতন দিয়ে দিচ্ছিলাম।’ কিন্তু সব কিছু ঠিকঠাকমতো হলেও লা লিগার আর্থিক নিয়মনীতির কারণেই আর মেসিকে রাখা সম্ভব হয়নি, বারবার সেই কথাই বলেছেন লাপোর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com