করোনা মোকাবেলায় জনমানুষের কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ঘোষিত কর্মসূচীর আলোকে গতকাল শনিবার পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে গলাচিপা উপজেলার আমখোলা, গোলখালী, ডাকুয়া ইউনিয়নের স্বাস্থ্যসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা প্রদান পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আঃ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনির হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম সহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পরিদর্শনকালে বলেন, প্রাপ্ত ২৫ বছর থেকে সকলকে টিকা দেওয়ার জন্য এবং প্রতিটি নর-নারীকে মাস্ক ব্যবহার সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার জন্য তিনি প্রতিটি কেন্দ্রে উপস্থিত সকলকে অনুরোধ করেন। উল্লেখ্য যে, গলাচিপা উপজেলায় করোনা মোকাবেলায় সকল স্বাস্থ্য দপ্তর, প্রশাসন ও পুলিশ, সেনা বাহিনী সহ গণমাধ্যম কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করে চলছে।