সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
কৃষকের আশার আলো কালীগঞ্জে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো ধান চাষে বাড়ছে আগ্রহ কমলগঞ্জে গরিব ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি জলঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২৫ পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছিল-ডা. মাজহার গত ১৫ বছর গণমাধ্যম সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারে নি-বিএফইউজের মহাসচিব কাদের গনি শহীদ নূর আলী কলেজে নবীনবরণ উৎসব উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে পিঠা উৎসব : তিন লক্ষাধিক টাকার পিঠা বিক্রি

তিতাসের বলরামপুর ইউনিয়নে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন,কর্মসূচি সফল করতে মাঠে স্বেচ্ছাসেবকলীগ

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।কর্মসূচি উপলক্ষ্যে কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিশেষ আলোচনা সভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ৭ আগষ্ট শনিবার বলরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিন আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা থেকে দেশের জনগণকে রক্ষায় বাংলাদেশ সরকার কতৃক গৃহীত গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।এদিন কর্মসূচি সুন্দর,শুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনানুযায়ী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কোভিড-১৯ এর ফ্রি রেজিস্ট্রশন ক্যাম্পেইন, সচেতনতামূলক প্রচারনা,টিকা নিতে আগতদের মাঝে মাস্ক বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী উক্ত টিকাদান কেন্দ্রে অস্থায়ীভাবে নির্মিত ৩ টি বুথে মোট ৯০২ জনকে করোনা প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। উক্ত গণটিকাদান কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম আজিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব। কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোসলেহ উদ্দিন মোসলেম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.শওকত আলী, সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.মহসিন ভূঁইয়া, কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্মআহবায়ক, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূর নবী, কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য লিটন সরকার, দেবিদ্ধার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাদ্দাম হোসেন, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ফারুক সরকার, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আতিকুর রহমান হেলাল, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্মআহবায়ক ডাঃ এম এ সাত্তার, ওমর ফারুক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষে গণটিকাদান কর্মসূচি পরিদর্শন করেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে,এম, আবু নওশাদ, তিতাস উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ রফিকুল ইসলাম,তিতাস থানা পুলিশের এএসআই সুমন পাটোয়ারী প্রমুখ। গণটিকাদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন তিতাস উপজেলা প্রশাসন এবং বাস্তবায়নে ছিলেন তিতাস উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com