মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গণটিকা কার্যক্রম শনিবার দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকা নেওয়ার জন্য শত শত নারী পুরুষ সমবেত হয়। উপজেলার ১৫টি কেন্দ্রে কোভিড-১৯ এর মোট ৯ হাজার ব্যক্তিকে এক ডোজ করে টিকা দেওয়া হয়েছে। সকালে কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, টিকা গ্রহণকারী মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করছেন। বিভিন্ন ইউনিয়নে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক লীগের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এডভোকেট আখতারুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন। নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ বারী চৌধুরী, শরিফ উল্লাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম ভূঁইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাহফুজ সরকার। কলাকান্দা ইউনিয়নে টিকাদান কর্মসূচীতে সহযোগীতায় ছিলেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কাদের মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামল, কলাকান্দা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জন নন্দিত যুবনেতা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হোসাইন মাহমুদ শিপু, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।