শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

খাগড়াছড়ির কমলছড়িতে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ

আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি :
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে করোনায় কর্মহীন অসহায়, হত-দরিদ্র ২৫০পরিবারের মাঝে ১হাজার টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার(৮ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বৈশ্বিক মহামারি করোনায় উপার্জন হারা কর্মহীনদের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ উদ্দিন। ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউপ্রু মারমা, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সুপর্ণা চাকমা, দীপ্তি রানী, ৫নং ওয়ার্ড মেম্বার আবু তালেব, ৯নং ওয়ার্ড মেম্বার সুচিন চাকমা প্রমূখ। সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিয়াসাদ উদ্দিন জানান, করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার পৌছে দেয়া হচ্ছে। এবার নগদ অর্থ দেয়া হলো। নগদ অর্থ পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই। আমাদের সমস্যার কথা শুনে ইউএনও মাহফুজা মতিন চেয়ারম্যানের মাধ্যমে এর আগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এবার নগদ অর্থ পেলাম। তারা প্রধানমন্ত্রী, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com