বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট)বেলা সাড়ে ১১টায় এক লিখিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম। সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহীম আরও জানান, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লার দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, ইন্সপেক্টর (তদন্ত) ছগির হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) লোকমান হোসেন, এসআই জিহাদ, এসআই রাহাতুল, এএসআই সাইফুল, এএসআই জসিম কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান চালান। এ সময় শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লক্ষীপুর সদর থানার নাসির নগর গ্রামের তোফায়েল ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী ইউসুফ ফকির(৪১) এবং সন্দীপ থানার হরিসপুর গ্রামের মৃত বাবু মিয়ার মাদক ব্যবসায়ী পুত্র মামুন(৩৫)কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১২)। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ী প্রায়ই মাদক এনে বরিশাল নগরীসহ আশপাশের জেলা উপজেলায় মাদক বিক্রি করতেন। এছাড়া মাদক ব্যবসায়ী ইউসুফের নামে ইতিপূর্বে বড় ধরণের ৫টি মাদক মামলা রয়েছে। আটক দুই মাদক ব্যাবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সনদ বিতরণ
বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গবাদি পশু, হাঁস-মুরগি ও মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ গ্রহণ করা ৩২জন যুব নারী-পুরুষের মাঝে সনদপত্র প্রদান করা হয়। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জেলার গৌরনদীতে আলোচনা সভা শেষে এসব সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কার্যালযের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান।
রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল
মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের (বিভাগের) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোঃ আফজাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে জানা গেছে, জুলাই মাসের সর্বিক বিষয়ে পর্যালোচনা করে গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ ও পর্যালোচনা সভার প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান শ্রেষ্ঠ ওসি হিসেবে আফজাল হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও ভবিষ্যতে কর্মোদ্যম বৃদ্ধির লক্ষ্যে প্রশংসাপত্র প্রদান করেছেন। পাশাপাশি একই থানার চৌকস এসআই মোঃ হারুন-অর রশিদ এবং এএসআই মোঃ আসাদুল ইসলাম বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন।