১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় বন্দর শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করেছেন দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবতী (নেপাল)। রবিবার (১৫ আগস্ট) দুপুরে পানামা পোর্ট অভ্যন্তরে দোয়-খায়ের পর এসব অসহায় শ্রমিকদের মাঝে খাবার তুলে দেওয়া হয়। এই দোয়া মহাফিলে পোর্টের শ্রমিক সহ বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্ররা উপস্থিত ছিলো। এছাড়াও উপস্থিত ছিলেন, পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল, পোর্টের শ্রমিক প্রধান গোলাম মোর্শেদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু পানামা পোর্টের ক্যাশিয়ার হাসান আলী প্রমুখ। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবারের অনেকেই শহিদ হন। তাই প্রতি বছর এই শোক দিবসে তাদের রুহের মাগফেরত কামনা করা হয় এবং হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবতী বিভিন্ন কর্মসূচি হাতে নেন। এর মধ্যে দোয়া খায়ের এবং অসহায় বন্দর শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ। তিনি আরও বলেন, আজ ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে প্রায় এক হাজার শ্রমিকদের খাদ্য দেওয়া হয়।