বেলাবতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন, দুস্থদেও মাঝে উন্নত খাদ্য বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর আক্তার, বেলাব থানা অফিসার ইনচার্জ মো. সাফায়েত হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান। এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শরীফ উপস্থিত ছিলেন। সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সমশের জামান ভূঁইয়া রিটনের নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি সমশের জামান ভূঁইয়া রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজরুলসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিকালে উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন রিপনের সভাপতিত্বে যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জরুল মজিদ মাহমুদ সাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ভাস্কর অলি মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহ আসিফুল আবেদ স্বরুপ, জেলা যুবলীগ সদস্য মেরাজুল ইসলাম ভূঁইয়া মাসুম, জেলা যুবলীগের সদস্য রাকিবুজ্জামান রাকিব প্রমুখবক্তব্য রাখেন। বিকাল ৩টায় ঢাকা মহানগর উত্তরের যুবলীগের কার্যকরী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী বেলাব উপজেলার সন্তান খোকন মাহমুদ নির্ঝরের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় বেলাবতে ওনার নিজ কার্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সমশের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজরুল, খোকন মাহমুদ নির্ঝর সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া সকাল ১১ টায় বিন্নাবাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা গোলাপের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান জয়নাল, আওয়ামীলীগ নেতা অহিদুল্লাহ ভূঁইয়া, প্রধান শিক্ষক রুবাইয়াত আহমদ, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক আঙ্গুর মাস্টার, লায়ন এ্যাড. শফিকুল আলম শফিক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।