মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

অনুদানের সিনেমায় প্রথমবার শাকিব

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটির নাম ‘গলুই’। এটি নির্মাণ করবেন পরিচালক এস এ হক অলিক। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। নির্মাতা জানান, শাকিবের সঙ্গে আলাপ চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো লিখিত চুক্তি হয়নি। শিগগিরই সেটা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। জানা গেছে, অলিক বর্তমানে রয়েছেন জামালপুরে। সেখানে ‘গলুই’ সিনেমার জন্য লোকেশন খুঁজছেন। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই শুরু হবে সিনেমাটির শুটিং।
এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে শবনম বুবলীকে। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গান করবেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা। এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমা দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া তিনি শাকিব খানকে নিয়ে ২০১৫ সালে বানিয়েছিলেন ‘আরো ভালোবাসব তোমায়’ নামের একটি সিনেমা। সেটিও দর্শকদের সাড়া পেয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com