আফগান ক্রিকেটাররা প্র্যাকটিসে ফিরেছেন এবং তারা খুবই উৎফুল্ল। এমনটাই জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তালেবান পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর অন্যান্য বিষয়ের মতো ক্রিকেট নিয়েও অনিশ্চয়তার কথা শোনা গেলেও শুক্রবার আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বললেন, দল দুই সপ্তাহ পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। ‘ক্যাম্পে বেশ উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে,’ বার্তা সংস্থা এএফপিকে বলেন তিনি। সিনওয়ারি একথাও বলেন যে, তিনি আফগান ক্রিকেটের প্রতি কোনো হুমকি দেখছেন না।
দলের দুই তারকা স্পিন বোলার রশিদ খান ও মোহাম্মদ নবী বর্তমানে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে বর্তমানে ইংল্যান্ড থাকলেও বাকি খেলোয়াড়রা আফগানিস্তানেই রয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এর আগে জানিয়েছে, তারা এখনো আশাবাদী পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজটি অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক এ ওয়ানডে সিরিজটি হওয়ার কথা। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া