মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

ঐশীর নতুন গান প্রকাশ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

আবারও শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। নতুন গান প্রকাশ করলেন তিনি। গত ১৯ আগস্ট বিকেল ৫টায় ‘মন নদী’ শিরোনামে গানটি প্রকাশ হয়েছে। এটি দেখা যাচ্ছে ভিডিওতে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ‘কি তরী ভাসাইলিরে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া বয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে / আসল নকল চিনলো না/ তরী চলে না/- এমন কথার গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ। কাউসার খানের সংগীতায়োজনে সুর করেছেন জিয়াউদ্দিন আলম। ‘মন নদী’ গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীত অনেকটা ভিন্নধর্মী। এটি গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’ এদিকে ঈদের পর আবারও নতুন গান নিয়ে ব্যস্ত আছেন ঐশী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com