রবিবার, ১২ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন

জয়পুরহাট জেলা পুলিশের দৃষ্টিনন্দন ডাইনিং মেস উদ্বোধন করেন ডিআইজি আব্দুল বাতেন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

জয়পুরহাট জেলার পুলিশ লাইনস আধুনিক ডাইনিং মেস-এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। ২৩ আগষ্ট সোমবার জয়পুরহাট পুলিশ লাইনস আধুনিক ডাইনিং মেস-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরীফুল ইসলাম, জয়পুরহাট সিভিল সার্জন ডা. মোঃ ওয়াজেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), মোঃ তরিকুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), মুমিন (চৌধুরি জিপি), জয়পুরহাট ডায়াবিটিস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেন, মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর নির্দেশিত ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে জয়পুরহাট জেলার পুলিশ কতৃক আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডাইনিং মেস ও উন্নত খাবার মেন্যুর প্রবর্তন নিঃসন্দেহে পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি ও সাধারণ মানুষকে অধিকতর সেবা প্রদানে উৎসাহিত করবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম বলেন, সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে পুলিশ লাইনস এর সদস্যরা যাতে অত্যন্ত মনোরম পরিবেশে খাবার গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ও দৃষ্টিনন্দন ডাইনিং মেসের উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি ফোর্সদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে বড় আকারের আধুনিক টিভির। অধিকন্তু ফোর্সদের জন্য অত্যন্ত মান সম্মত ও উন্নত খাবার মেন্যু প্রবর্তন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com