২৪ আগস্ট মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের দিঘন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শিক্ষা প্রকল্পের আওতায় গুনগত মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত কল্পে কর্ম-পরিল্পনা সভা অনুষ্ঠিত হয়। দিঘন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই চৌধরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি অফিসের প্রোগ্রাম অফিসার দিনো দাস। বিষয়ভিত্তিক আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড টিপি স্পেশিয়ালিস্ট (এডুকেশন) পিন্টু মন্ডল। সভায় বিদ্যালয়ের গুনগম মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে ১০টি মানদন্ড নিয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকদের মতামতের ভিত্তিতে কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়। যেমন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সৌচাগার ও র্যাম নির্মাণ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য সুযোগ সৃষ্টি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি সক্রিয় কমিটি গঠন। সেখানে শিক্ষার্থীদের শাস্তি থাকবে না। সব শেষে একটি পারস্পরিক শিক্ষনীয় পদ্ধতি তৈরী করে সৃজনশীল দক্ষতা বৃদ্ধি করা। সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিভাবকদের নিজস্ব অর্থায়নে বিদ্যালয় চত্বরে বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষ রোপন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকার সুপারভাইজার মুক্তা পারভীন।