বরিশাল জেলার আগৈলঝাড়ায় জাতীয় পত্রিকা কালের কণ্ঠের উদ্যোগে শুভসংঘের আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার আগৈলঝাড়ার বারো পাইকা নুর শিশুপার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের উক্ত সংগঠনের আত্মপ্রকাশ ও উপদেষ্টা এবং কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন কালের কণ্ঠ আগৈলঝাড়া প্রতিনিধি সাংবাদিক জনাব ওমর সানি। এরপর জনাব মোঃ আবু ইউসুফ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে গীতা পাঠ করেন মলয় ঘটক, ও বাইবেল থেকে পাঠ করেন জিলিয়ান বিশ্বাস। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কাজী নুর পার্কের স্বত্বাধিকারী সমাজসেবক শিক্ষা অনুরাগী সরকারি কর্মকর্তা (সাব-রেজিস্ট্রার ভূমি) জনাব কাজী নজরুল ইসলাম সাহেব, সভায় আরও বক্তব্য রাখেন কালের কণ্ঠ বরিশালের স্টাফ রিপোর্টার মাইনুল হক সবুজ, জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর বিনয় ভূষণ রায়, ফয়সাল মাহমুদ, বাপ্পি হাওলাদার, নাসিরুদ্দিন শাহ , ও আলোচনা সভার সভাপতি বিশিষ্ট সাংবাদিক কালের কণ্ঠের আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি জনাব ওমর সানি। বক্তারা কালের কণ্ঠ ও শুভ সংঘের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।শুভসংঘের আগামীর করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এরপরে উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত শুভসংঘের আগৈলঝাড়া শাখার সভাপতি হিসাবে মলয় ঘটক ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাহ মনোনীত করা হয়। এর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম সহ ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিদের এবং নবগঠিত কমিটি দের ফুল এর শুভেচ্ছা দেওয়া হয়। এরপরে অত্র সংগঠনের পক্ষ থেকে পার্কের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়। সর্বশেষ অত্র সংগঠন এর পক্ষ থেকে অতিথিদের আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এরমধ্যে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব সাইফুল মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব এইচ এম মাসুম, সাংবাদিক কাজী মনির হোসেন, আনন্দ টিভির জনাব সৈকত, সাংবাদিক ও নতুন আলো যুব সংঘের সভাপতি জনাব মনজুর আলম লিটন প্রমূখ।