শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

ভারত-রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় অবিচল : মোদি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার জোর দিয়ে বলেছেন, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব পরীক্ষায় অবিচল রয়েছে। এক্ষেত্রে তিনি টিকাদান কর্মসূচিসহ কোভিড-১৯ মহামারী চলাকালে এ দুই দেশের মধ্যে ‘বলিষ্ঠ’ সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। ইস্টার্ন ইকোনমিক ফোরামের মূল সেশনে ভাষণ দেয়ার সময় মোদি বলেন, এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের আরেকটি প্রধান স্তম্ভ হচ্ছে জ্বালানি এবং এক্ষেত্রে ভারত ও রাশিয়া আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সহায়তায় একত্রে কাজ করতে পারে। ভারতের প্রতিভাবান ও নিবেদিত কর্মশক্তি রয়েছে এবং দূর প্রাচ্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী এমন কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে রাশিয়ার দূর প্রাচ্যের উন্নয়নে ভারতের প্রতিভাবান কর্মীদের অবদান রাখার অসাধারণ সুযোগ রয়েছে।
তিনি এ ফোরামে অংশগ্রহণে ২০১৯ সালে তার রাশিয়ার ভ্লাদিভস্তক নগরী সফরের কথা স্মরণ করেন এবং তারপর ‘অ্যাক্ট ফার ইস্ট পলিসির’ ব্যাপারে ভারতের প্রতিশ্রুতির ঘোষণা দেন। মোদি বলেন, এ পলিসি হচ্ছে রাশিয়ার সাথে ভারতের ‘বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব তৈরির’ গুরুত্বপূর্ণ অংশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com