জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে অশুভ শক্তি আমাদের মা-বোন-ভাইদের উপর নির্যাতন অত্যাচার করেছে সেই অশুভ শক্তি এখনও সজাগ রয়েছে। তাদের প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রী শ্রী কালিয়া জিউ মন্দির (রাজবাড়ী) প্রাঙ্গণে রাজ দেবোত্তর এস্টেট এর নির্বাহী কমিটির সাথে জাতীয় হুইপ ইকবালুর রহিম এমপি মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ। কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরূপ বকসী বাচ্চু, ডাঃ বিকে বোস, শ্যামল কুমার ঘোষ, সুনীল চক্রবর্তী, ডাঃ ডিসি রায়, গৌর চন্দ্র শীল, রতন সিং, বিমল চন্দ্র দাস, ভবানী শংকর আগরওয়ালা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারন সম্পাদক মল্লিকা রানী দাস, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর শহর শাখার সভাপতি রনজিৎ কুমার দাস, দিনাজপুর রাজবাড়ী হরিসভা কমিটির সভাপতি বিনদ কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার রায়, সদস্য বাবলা দত্ত। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য ডাঃ ডিসি রায়। প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি আরও বলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার প্রথম প্রস্তাবক ছিলেন আমার পিতা এম. আব্দুর রহিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিক হিসেবে যে যার ধর্ম পালনে স্বাধীনতা দিয়ে আসছেন। বিএনপি জামায়াত জোট যখন হিন্দুদের বাড়ীঘর জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল সেসময় আমি এ প্রান্ত থেকে অপর প্রাপ্ত ছুটে বেড়িয়েছি। আপনাদের সহযোগিতা করেছি। রাজ দেবোত্তর এস্টেটের সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।