শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

অশুভ শক্তিকে বিনাস করতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

রাজ দেবোত্তর এষ্টেটের কমিটির সাথে মত বিনিময় সভায় হুইপ ইকবালুর রহিম এমপি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে অশুভ শক্তি আমাদের মা-বোন-ভাইদের উপর নির্যাতন অত্যাচার করেছে সেই অশুভ শক্তি এখনও সজাগ রয়েছে। তাদের প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রী শ্রী কালিয়া জিউ মন্দির (রাজবাড়ী) প্রাঙ্গণে রাজ দেবোত্তর এস্টেট এর নির্বাহী কমিটির সাথে জাতীয় হুইপ ইকবালুর রহিম এমপি মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ। কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরূপ বকসী বাচ্চু, ডাঃ বিকে বোস, শ্যামল কুমার ঘোষ, সুনীল চক্রবর্তী, ডাঃ ডিসি রায়, গৌর চন্দ্র শীল, রতন সিং, বিমল চন্দ্র দাস, ভবানী শংকর আগরওয়ালা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারন সম্পাদক মল্লিকা রানী দাস, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর শহর শাখার সভাপতি রনজিৎ কুমার দাস, দিনাজপুর রাজবাড়ী হরিসভা কমিটির সভাপতি বিনদ কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার রায়, সদস্য বাবলা দত্ত। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য ডাঃ ডিসি রায়। প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি আরও বলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার প্রথম প্রস্তাবক ছিলেন আমার পিতা এম. আব্দুর রহিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিক হিসেবে যে যার ধর্ম পালনে স্বাধীনতা দিয়ে আসছেন। বিএনপি জামায়াত জোট যখন হিন্দুদের বাড়ীঘর জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল সেসময় আমি এ প্রান্ত থেকে অপর প্রাপ্ত ছুটে বেড়িয়েছি। আপনাদের সহযোগিতা করেছি। রাজ দেবোত্তর এস্টেটের সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com