মুন্সিগঞ্জ জেলা গজারিয়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেঘনা ভিলেজ পার্কের মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির, গজারিয়া উপজেলা শাখা সভাপতি মো এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমেনুল হক, মহিলা বিষয় সম্পাদক ফয়জুন নেসা সীমা, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম।এসময় আরও উপস্থিত ছিলেন, মুনসুর আলম টিপু সভাপতি প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গজারিয়া উপজেলা, মো শাখাওয়াত হোসেন সাধারন সম্পাদক প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ গজারিয়া উপজেলা শাখা, সহকারী শিক্ষক আলেহা পারভীন জলি, মো হোসেন মিয়া, ইদ্রিস মোল্লা প্রমুখ। আলোচনা সভার শেষে উপজেলার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কেন্দ্রীয় নেতাদের সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে নির্বাচন করেন সভাপতি এ কে এম বাশার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ কে। পরবর্তী তিন বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট গজারিয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। পূর্ণ কমিটি পরবর্তীতে ঘোষনা করা হবে। প্রধান অতিথি বলেন, সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, উন্নতি করণ সহ বাল্যবিবাহ, মাদক, জঙ্গি প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মান কে আরও উন্নত করতে প্রতিটি শিক্ষকদের শিক্ষার্থীর মাঝে আদর্শিক জ্ঞান, অর্জন করতে পারে, সেই দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।