রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

গুড নেইবারস এর ১৫৬৪শিশু পাচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

১৫৬৪শিশুকে উপহার হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস নীলফামারী সিডিপি। বৃহস্পতিবার দুপুরে(৯সেপ্টেম্বর) সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন। আয়োজক সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসুচীতে সভাপতিত্ব করেন নীলফামারী সিডিপি ব্যবস্থাপক টমাস মন্ডল। গুড নেইবারস’র সিনিয়র অফিসার জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি উসমানী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান। উপহার সামগ্রীর রয়েছে স্কুল ব্যাগ, রং পেন্সিল, পানির পট, রাবার, পেন্সিল কাটার, স্কেল, পেন্সিল বক্স টুথপেষ্ট, টুথ ব্রাশ, ডিটারজেন্ট পউডার, ড্রয়িং খাতাসহ নোটবুক ও কলম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজেব উদ্দিন সরকার গুড নেইবারস্ বাংলাদেশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমি অত্যন্ত খুশি। এই শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ সামগ্রী শিশুদের লেখাপড়াকে আরো উৎসাহিত করবে। সংস্থার সিনিয়র অফিসার জাহিদুল ইসলাম বলেন, ১৫৬৪জন শিশুকে এই গিফট ইন কান্ড(জিআইকে) এর আওতায় এই সামগ্রী বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে ৫০জনকে দেয়া হয়। আগামী ১৬সেপ্টেম্বরের মধ্যে বাকিদের দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com