শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

সাভারের বাইপাইল এলাকার বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে আমিই বঙ্গবন্ধু শীর্ষক অনুষ্ঠান

সাব্বির হোসেন (সাভার) ঢাকা :
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্ট এর আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত “আমিই বঙ্গবন্ধু” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সাভারের বাইপাইল এলাকার বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে “আমিই বঙ্গবন্ধু” বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সমন্বয়ে গঠিত চৌকস ক্যাডেট দল মাননীয় সচিব মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধান অতিথি বিএনসিসি ক্যাডেটদের কর্তৃক নির্মিত “আমিই বঙ্গবন্ধু” টানেল পরিদর্শন করেন এবং অনুষ্ঠানের সাথে জড়িত বিএনসিসির সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, (বিএসপি, এনডিসি, পিএসসি), রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাহাত নেওয়াজ, (পিএসসি) এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। সদর দপ্তর রমনা রেজিমেন্টের আওতাধীন-৩ বিএনসিসি ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক জীবনীর উপর বিএনসিসি ক্যাডেট কর্তৃক নির্মিত “আমিই বঙ্গবন্ধু” টানেল প্রদর্শন ও আমার বঙ্গবন্ধু নামে একটি গেমিং অ্যাপ প্রস্তুত করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com