মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

ধনবাড়ীতে মেয়র মনিরুজ্জামানের নিজ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে মশক নিধন অভিযান

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল (ধনবাড়ী) :
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘদিন পর খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে যেন নির্বিঘেœ ক্লাস করতে পারেন এজন্য ধনবাড়ী পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান চালিয়েছেন ধনবাড়ী পৌরসভা মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল মশক নিধনের স্প্রে প্রয়োগ কার্যক্রম সরেজমিন উপস্থিত থেকে পরিদর্শন ও তদারকি করেন পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। গেল ২ দিন পৌরসভার প্রতিটি ওয়ার্ড জুড়ে চলে এ মশক নিধন। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পরেই মশক নিধনের মতো যুগপযোগী উদ্যোগ নেন ধনবাড়ীর মেয়র। এতে সর্বমহলে বেশ প্রশংসায় ভাসছেন তিনি। পৌরসভা সূত্রে জানা যায়, ধনবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২দিন ব্যাপী মশক নিধন অভিযান চালানো হয়। বেশ কয়েকজন অভিভাবক জানিয়েছেন, ‘খুবই দরকার ছিলো মশক নিধন। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।’ ধনবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থি বেশ কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী বলেন, দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় মশা বাসা বেঁধেছিলো। মেয়রের উদ্যোগে মশার যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাবে। ধনবাড়ী পৌরসভার মেয়ার মুহাম্মদ মনিরুজ্জামান বলক বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মশা ও ডেঙ্গু বিস্তার ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই এই মশক নিধন স্প্রে’র ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com