বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
নানা রঙের ফুলে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে পাল্টে যাচ্ছে মেলান্দহের মাহমুদপুরের চিত্র জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত একজন ওসমানীতে ভর্তি বরিশাল সদর ও বাখেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন আজ আজ কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মাছ রাষ্ট্রিয় মর্যাদায় সৈয়দ বিল্লাল হোসেনের দাফন সম্পন্ন নান্দাইলের কৃতিসন্তান কবি আবদুল হান্নানের শ্রেষ্ঠত্ব অর্জন শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে তারাকান্দায় বিক্ষোভ মিছিল

স্বরূপকাঠি সরকারি কলেজে ছাত্র কাবিথের সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিয়াজ মোর্শেদ (স্বরূপকাঠি) পিরোজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নিরাপদ সড়কের দাবিতে স্বরূপকাঠি সরকারি শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। স্বরূপকাঠি সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ইন্দেরহাট বন্দরের ব্রীজের উপর দিয়ে একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। এসময়ে সাইড় দিয়ে হেটে যাচ্ছিল কলেজ ছাত্র কাবিথ। কিন্তু কোন কিছু আচ করার আগেই হঠাৎ ট্রাকের বড়ির সাথে আটকে যায়। ব্রীজের সাইডে কোন জায়গা না থাকায় কলেজ ছাত্র কাবিথ কোন কিছু আচ করার আগেই ধুমড়ে মুরচে হয় যায়। ট্রাকের বড়ির সাথে আটকে দিয়ে টেনে হিঁচড়ে বহুদূর নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ট্রাকের চালক গাড়ী নিয়ন্ত্রণে আনার আগেই ছেলেটার পাজরের হাড় ভেঙে যায়। এদিকে স্থানীয় লোকজন মুহুর্তের মধ্যে কলেজ শিক্ষার্থীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় মুহুর্তের মধ্যে কলেজ শিক্ষার্থীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক মোঃ আসাদুজ্জামান আসাদ রোগীর অবস্থা সংকটাপন্ন দেখার পর বরিশালের শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। গত রাতের সর্বশেষ তথ্য মতে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঐদিনই ঢাকায় নিয়ে যাাওয়া হয়। এ ব্যাপারে কলেজ ছাত্র নেতা মোঃ রাজু স্থানীয় গণ মাধ্যম কর্মীদের বলেন ঘটনা শোনার পর থেকেই স্থানীয় লোকজন সহ কলেজ কর্তৃপক্ষ চমৎকার ভূমিকা পালন করেন। পাশাপাশি আজকের কলেজের সকল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধনের আয়োজন করি আমরা সকলেই। কলেজ ছাত্রী সিনথিয়া আক্তার বলেন, ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কয়েক শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষ করে আমরা মানব বন্ধনের আয়োজন করি। এসময়ে সরকারি কলেেেজর বহু প্রতিবাদী ছাত্র নেতারা মেধাবী শিক্ষার্থীর দূর্ঘটনার স্বীকার হওয়া কাবিথের জন্য কান্নায় ভেঙে পড়ে। ভাগ্য ভালো এখনো কোনমতে বেচে আছে কঠিন সংগ্রামের মধ্যে। এদিকে ৬ দফায় মধ্যে রয়েছে কলেজের সামনে কোন ধরনের স্ট্যন রাখা যাবে না। দ্বিতীয়ত সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত কোন ভারী যানবাহন চলাচল করতে পারবে না বন্দরের ফুট ব্রীজের উপর দিয়ে। ইন্দেরহাট বন্দরের ফুট ব্রীজের উপর রাতের অন্ধকার থাকা যাবে না বরং বিদ্যুৎত লাইটের ব্যাবস্থা অতীব জরুরী ভাবে কাজ সম্পন্ন করতে হবে। তিন নম্বর দাবী হল পুলিশ নজরদারি অতীব জরুরী। সম্ভব হলে পুলিশ বক্স স্থাপন করতে হবে। চতুর্থ দারী দূর্ঘটনার আসল রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীর শাস্তির আওতায় আনতে হবে। পঞ্চমত দাবী কলেজ ছাত্রের সকল চিকিৎসার দায়ভার ট্রাক কর্তৃপক্ষকে বহন করতে হবে। ষষ্ঠ দাবী হালকা যান বাহন চলাচল করতে পারবে সব সময়। এদিকে স্মারক লিপি বিভিন্ন দপ্তরে পৌছিয়ে দেন কোমল মতি শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com