শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

হয়রানি থেকে মুক্তি দিতেই অনলাইন সেবা চালু: কবিতা খানম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ছোট্ট এ জাতীয় পরিচয়পত্রে অনেক তথ্য সংরক্ষিত থাকে। কার্ডটি অবশ্যই যতেœ রাখতে হবে। মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য অনলাইন সেবা চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
কবিতা খানম বলেন, আমদের মতো স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্য কোনো দেশ এখনো দিতে পারেনি। কয়েকটি দেশ স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্যোগ নিয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। প্রতিটি জায়গায় জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন। নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল কামেশ মো. ফজলুল কাদের। বক্তব্য রাখেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com