চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন পশ্চিম পার্শ্বে পূর্ব ডুমখালী ২নং ওয়ার্ড এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে একদল বালুদস্যু সিন্ডিকেট অনবরত চালিয়ে যাচ্ছে এ ধ্বংসাত্মক কর্মকান্ড। স্থানীয়দের অভিযোগ, অতিসত্বর বালু উত্তোলন বন্ধ করা না হলে ডুলাহাজারা (২নং ওয়ার্ড) পূর্ব ডুমখালী ইসলামাবাদ পাড়ার মসজিদসহ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন পশ্চিমে পূর্ব ডুমখালী ২নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। জানা যায়, ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া ৪নং ওয়ার্ডের মৃত হাতেম আলীর ছেলে মোঃ বেলালের নেতৃত্বে বালু উত্তোলন করছে। এতে ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বালু খেকো বেলাল কয়েকজন এলাকাবাসীকে হুমকি ধমকি দেন। এবং এক পর্যায়ে মোঃ ইসমাইল নামের এক অসহায় মানুষকে ধাক্কা দিয়ে উল্টো মারধর ও হুমকি প্রদান করে। অভিযুক্ত মোঃ বেলাল প্রকাশ ডাকাত বেলাল জানিয়েছেন, তাকে ডাকাত বেলাল বললে প্রশাসনসহ সবাই একনামে চিনে। প্রশাসন তাকে বালু উত্তোলনের জন্য অনুমতি দিয়েছেন বলেও হুমকি দিয়ে কথা বলেন। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এভাবে কাউকে বালু উত্তোলনের জন্য অনুমতি দেয়া হয়নি।