কেশবপুরের ৯নং গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড-১৯ কালীন সময়ে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ। বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি সন্তোষ কুমার দাসের সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কাজল, মোঃ আসাদুজ্জামান, মোঃ মোজাহারুল ইসলাম, ফরিদা বেগম, দলিত পরিষদের নেত্রী রতœা দাস, সুশান্ত দাস, অরুন দাস, সঞ্জয় দাস। এডভোকেসী সভায় মুল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। সমগ্র কর্মসূচীটি সমন্বয় করেন প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার তাপস মন্ডল ও এফ এফ তারেক হাসান রকি। এডভোকেসী সভায় কোভিড কালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভূমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।