রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

চৌহালীতে উৎসব মুখর পরিবেশে নিজ নিজ বিদ্যালয়ে পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টম্বর ২০২১খ্রি. বিদ্যালয় খুলে দেওয়ার পর থেকেই সিরাজগঞ্জের চৌহালীতে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সরাসরি শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে। ২০/০৯/২০২১ইং সকাল সাড়ে নয় ঘটিকায় উপজেলা সদরে অবস্থিত একই ক্যাম্পাসে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং খাষকাউলিয়া সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনের দেখা যায়, বিদ্যালয়ে প্রবেশের মুখে সহকারী প্রধান শিক্ষক মোঃ রাশিদুল হাসান তাপমাত্রা মাপার যন্ত্র, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক নিয়ে বসে আছেন। বিদ্যালেয়ে প্রবেশের মুখে সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের তাপমাত্রা পরিমাপ, হ্যান্ড স্যানিটাইজ ও মুখে মাস্ক লাগিয়ে গেটে প্রবেশ করাচ্ছেন। শ্রেণি কক্ষেও তিনফুট দুরত্ব বজায় রেখে ছাত্র/ছাত্রীদের স্বাস্থ্য বিধি মেনে শিক্ষক মন্ডলী পাঠদান করছেন এবং প্রতি ঘন্টায় ঘন্টায় স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দিচ্ছেন। ১০ম শ্রেণির ছাত্রী নাহিদা জান্নাত যুথি জানান, দীর্ঘ প্রায় ১৮ মাস পর স্কুল খুলেছে। আমি প্রতিদিনই স্কুলে আসছি। আমি খুবই খুশি কারন, বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে সরাসরি স্যারদের ক্লাশে অংশ গ্রহণ করতে পারছি। ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা জানান, আমরা ৯ম শ্রেণিতে উঠার পর পরই করোনার কারনে স্কুল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন আমরা ক্লাশ করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলাম। অনেকদিন পর সরাসরি ক্লাশ করতে পেরে আমরা খুব উৎফুল্ল। আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক বলেন, সরকারি নির্দেশনায় সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয় খোলার পর থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। ছাত্র/ছাত্রীদের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে পালন করার পরামর্শ প্রদান করছি। ছাত্র/ছাত্রীর উপ¯ি’তি খুবই সন্তোষ জনক। সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন একই কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ জানান, চৌহালীতে ১২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৪ সেপ্টেম্বরের আগেই সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয় এর ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম চালিয়ে যা”েছ। আমরা মনিটরিং করছি। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন প্রাং জানান, বর্তমানে নতুন ও পুরাতন টেন এর প্রতিদিন এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি সপ্তাহে ১দিন ক্লাশ পরিচালিত হচেছ। আশা করছি, করোনা পরি¯ি’তির উন্নতি হলে পূর্ণাঙ্গ রুপে ক্লাশ পরিচালিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com