সিরাজগঞ্জের তাড়াশে মানবতার কাজে, সবার পাশে এই শ্লোগান নিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে উন্নত মানের খাবার ও ছাগল বিতরণ করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে ভিলেজ ভিশন সংস্থার উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি’ এর সহযোগীতায় ৫টি হতদরিদ্র পরিবারকে উন্নত মানের খাবার ও ৩টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। ৫টি পরিবারকে দেওয়া উন্নত মানের খাবারের মধ্যে ছিল ১টা খাসীর রান্না করা মাংস,প্রত্যেককে ২টি করে রান্না করা মুরগীর মাংস, ১টি করে রান্না করা কাতল মাছসহ অন্যান্য খাদ্যসমুহ। ওই সংগঠনের পরিচালক খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, আওয়ামীলীগ নেতা ও মাধাইনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মসলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি’ এর প্রতিষ্ঠাতা পরিচালক তাহমিন হাসান, ভিলেজ ভিশন সংস্থার ভলান্টিয়ার মাসুম বিল্লাহ, জেসমিন খাতুন,তাইবুর খন্দকার, জুবায়ের আহম্মেদ, নাইম হোসেন, শাকিল হোসেন আজাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ভিলেজ ভিশন সংস্থার কার্যক্রম এই উপজেলায় মানবতার কাজে প্রশংসা অর্জন করেছে।