করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ৪৮ জন তৈরি পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিএমইএ’র তথ্য মতে, এখন পর্যন্ত দেশের পোশাক কারখানায় ৫৫ জন শ্রমিকের মাঝে করোনার উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, বিজিএমইএ’র উদ্যোগে পোশাক কারখানাগুলোতে করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে কাজ করছে কয়েকটি টিম। তাদের সংগ্রহ করা তথ্যে গত ২৮ এপ্রিল দেশের পোশাক কারখানায় প্রথম একজনের করোনার উপসর্গ পাওয়া যায়।
পরের দিন ২৯ এপ্রিল ২ জনের মধ্যে এই উপসর্গ দেখা দেয়। ২ মে ৬ জনের মধ্যে করোনা উপসর্গ পাওয়া যায়। ৩ মে ৩ জন, ৪ মে ২ জন, ৫ মে ১ জন, ৬ মে ১২ জন, ৭ মে ১ জন, ১০ মে ১৫ জন, ১১ মে ২ জন ও ১২ মে ১০ জনের মধ্যে করেনা উপসর্গ দেখা যায়। এর মধ্যে ১২ মে ১০ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৮ জনের করোনা শনাক্ত হয়।
এমআর/প্রিন্স