নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্র্বূ কাঁঠালী কালুয়া পাড়া এলাকার ব্রিজটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মাঝখানে স্লাব ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রডগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কেউ যদি রিকশা বা ভ্যান সেতু দিয়ে পারাপার করতে চান তাহলে কমপক্ষে তিন থেকে চারজন লাগে রিকশা বা ভ্যান সেতুর ওপারে পৌঁছে দিতে।এরকমই চিত্র দেখা গেছে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্র্বূ কাঁঠালী কালুয়া পাড়া এলাকায়।দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সেতুর দুই পাড়ের বাসিন্দারা। জরুরি ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার কাউন্সিলর রহিদুল ইসলাম সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, ব্রিজটি সম্পর্কে আমি জানি। এই ব্রিজটি দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পরে আছে। ইউনিয়ন পরিষদের কাজের অপেক্ষায় আছি কাজ আসলে দ্রুত কাজ করে দেওয়া হবে।এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের মোঃ সোহরাব হোসেন তুহিন এর সাথে দৈনিক খবরপত্রের মুঠো ফোনে কথা হলে তিনি জানান, অতিরিক্ত মালবাহী গাড়ি চলাচলের জন্য ব্রিজ টির এ হাল হয়েছে। এটা পুনঃসংস্কার হবে প্রক্রিয়াধীন আছে। জলঢাকা উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রউফ দৈনিক খবরপত্রকে বলেন, বর্তমানে সেতুটি চলাচলের অনুপযোগী। এ বিষয়ে আমরা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুত প্রকল্প অনুমোদন হবে।