রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি ভ্রাম্যমাণ তথ্যমেলা

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

তথ্য জানান অধিকার, এ কথা কি জানান আছে সবার?” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি ভ্রাম্যমান তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ও নেটজ বাংলাদেশের সহায়তায় দিনব্যাপি ভ্রাম্যমান এ তথ্যমেলা অনুষ্ঠিত হয় । এ উপলক্ষ্যে সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেব কর্মকর্তা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারী সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নারী নেত্রী সালমা বেগম, নুর নাহার বেগম, মানবকল্যাণ পরিষদের কর্মকর্তা রইসুল ইসলাম প্রমুখ। বক্তারা তথ্য অধিকার সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃকিত কর্মীসহ মানবকল্যাণ পরিষদের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে একটি ট্রাকে করে ভ্রাম্যমান তথ্যমেলা দিনব্যাপি সদর উপজেলার আকচা, আখানগর, দেবীপুর, আউলিয়াপুর, গড়েয়া ও জগন্নাথপুর ইউনিয়নে প্রদক্ষিণ শেষে মানবকল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় একটি সাংস্কৃতিক গোষ্ঠি গানে গানে তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ভ্রাম্যমান ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়েই এ বিষয়ে সচেতনতা তৈরী করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com