সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

নওগাঁয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে মালঞ্চি ভাতকুন্ড মৎস্যজীবী পাড়ার উদ্যোগে শিব নদীতে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে সেখানে। শিব নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ উৎসবের আমেজে উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ খেলার জন্য ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করেন। জেলার মান্দা উপজেলার আব্দুল রশিদের চকদেবরামপুর ক্লাবের পঙ্খীরাজ, আব্দুল মান্নানের চকরামকান্ত ক্লাবের হাসিখুশী, আবুল হোসেনের চকগোবিন্দ চকনারায়ণ ক্লাবের সুন্দরী, আনোয়ার হোসেনের চকগৌরী ক্লাবের আনন্দ নৌকাবাইচ প্রতিযোগিতা অংশগ্রহন করেন। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠা শিবনদীর দুই পাড়ে আনন্দের জোয়ার বয়ে গেছে। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকেরা প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর পাড়ে উপস্থিত হন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ। পরে প্রথম স্থান দখল করে পঙ্খীরাজ ও দ্বিতীয় স্থান হাসিখুশী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী দলকে নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী পঙ্খীরাজ দলনেতা তাহের উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি মান্দা উপজেলার চকদেবরামপুর গ্রামের বাসিন্দা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com