কেক কাটা, পতাকা উত্তলোন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মাস্ক বিতারণের মধ্যদিয়ে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোর) সকাল ১০ টায় হিলি বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা। এসময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় ৫০০ জনের মাঝে মাস্ক বিতারণ করেন।