জিয়ারকান্দি সমাজ কল্যাণ সংঘ এর পক্ষ থেকে তিতাস উপজেলার গাজিপুর গ্রামের একজন অসহায় প্রতিবন্ধি বোনকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন তিতাস থানা অফিসার ইনচার্জ বাবু সুধীন চন্দ্র দাস আরো উপস্থিত ছিলেন বাতাকান্দি বাজারের ব্যবসায়ি আলম সাহেব এবং গৌরীপুর ভুলিবার থেকে জিয়ারকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সদস্য গাজী আলসাফ হাবিব আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শামীম সরকার সাংগঠনিক সম্পাদক আলম সরকার শরিফ। জিয়ার কান্দি সমাজ কল্যান সংঘ এর প্রবাসি শাখার সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল বিন আহম্মেদ যার অর্থায়নে হুইল চেয়ার টি প্রদান করা হয়।