রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

বিজয়নগরে মাদকসহ ২ ব্যবসায়ী আটক

শফিকুর রহমান শাহীন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২ মাদক ব্যবসায়ীক আটক করেছে থানা পুলিশ। তাহারা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের সাচ্চু মিয়ার স্ত্রী শারবানু (৩৯), এবং পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ধন মিয়ার ছেলে রঞ্জু মিয়া(৪২)। উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর (ফুলতলী) মোর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোঃ হাছানের দিকনির্দেশনায় এস আই জুয়েল রানা ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতেপেরে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর ফুলতলী এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অটোরিক্সা থামিয়ে তল্লাশি করে তাদের নিকট হতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত, অটোরিক্সা সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোঃ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com