‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বোয়ালমারী উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পা-ে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ, সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান, ফায়ার সার্ভিসের উপজেলা স্টেশন অফিসার মো. আব্দুল সাত্তার প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অগ্নি নির্বাপণের মহড়া অনুষ্ঠিত হয়।