সদ্য প্রয়াত বাবা হোসেন তওফিক ইমাম এর ম্যুরাল উন্মোচন করলেন তারই আদরের একমাত্র পুত্র সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম মহোদয়। ম্যুরাল উন্মোচন ও মতবিনিময় সভায় বক্তব্য প্রদান কালে আবেগে আপ্লুত হয়ে পড়েন, এই সময়ে পিতার কথা স্নরণ কালে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। উপস্হিত সুধী, ছাত্র -ছাত্রী ও শিক্ষকরাও ব্যাথায় ব্যথিত হয়ে পড়েন। নিস্তব্ধ হয়ে পড়ে গোটা প্যান্ডেল। এমনি এক বিরল ব্যক্তিত্বের ও প্রতিভার মানুষ ছিলেন হোসেন তওফিক ইমাম (এইচটি ইমাম) স্বাধীনতা যুদ্ধকালীন থেকে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নির্মম ভাবে হত্যার আগ পর্যন্ত দেশের প্রথম কেবিনেট সেক্রেটারি, ছিলেন বঙ্গবন্ধুর কেবিনেট সেক্রেটারি, একান্ত প্রিয়জন, পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংস্হাপন উপদেষ্টা এবং আমৃত্যু রাজনৈতিক উপদেষ্টা, স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম। উল্লাপাড়া রেল ষ্টেশন এলাকায় এইচ টি ইমাম ডিগ্রি কলেজ বীর মুক্তিযোদ্ধা হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম) এর পাশাপাশি দু’টি ম্যুরাল উন্মোচন করলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদির রুমী, সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা। প্রধান অতিথি তানভীর ইমাম এমপি সকল ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এমনি একজন বিরল প্রতিভার ব্যক্তিত্বের নামে এ কলেজ যিনি সকল পরীক্ষায় নাম্বার ওয়ান ছিলেন, তেমনি কর্ম ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন, তোমাদের পড়াশোনায় ভাল করতে হবে, এই মহান ব্যক্তি মান রাখতে হবে। উচ্চতর ভর্তির ক্ষেত্রে ও চাকরির ইন্টারভিউতে চমক দেখাতে হবে। তবেই সার্থক হবে প্রয়াত এই ব্যক্তির প্রতি যোগ্য সন্মান। দাবীর প্রেক্ষিতে পূর্ব পাশে আরও একটি বহুতল ভবন বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করেন এমপি মহোদয়। উপস্থাপনায় ছিলেন আওয়ামীগ নেতা ও জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ। তানভীর ইমাম এমপি কলেজ চত্বরে একটি বৃক্ষরোপন করেন।