দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের হাকিমপুরের ৩ টি ইউনিয়নের আওয়ামীলীগের ৩ জন মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জামা দেন হাকিমপুর উপজেলার ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের আ,লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল, উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নের আ,লীগের সভাপতি ছদরুল ইসলাম ও উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের আ,লীগের সাধারণ সম্পাদক সুফিয়ান। রবিবার (১৭ অক্টোবর) বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুর রহমানের নিকট মনোনয়ন পত্রগুলো জমা দেন তারা। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা আ,লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা ১ নং খট্রা-মাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান সহ অনেকই।