মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু। সোমবার দুপুরে তিনি শতাধিক শিশুর মাঝে এ খাবার বিতরণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন। এদিকে বেসরকারি সংস্থা রির্সোস এন্টিগ্রেশন সেন্টার (রিক) এর পক্ষ থেকে তাদের কোটালীপাড়া শাখা অফিসে বসে ছিন্নমুল শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম ও কোটালীপাড়া শাখা ব্যবস্থাপক ফকির ইমরান উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, পৃথিবীর সবচেয়ে নির্মম ও প্রচাশিক ঘটনা হচ্ছে ১৫আগস্টের হত্যাকান্ড। এই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার শিশুপুত্র শেখ রাসেলকেও হত্যা করা হয়। আজ শেখ রাসেলের জন্মদিন। তাই তাঁর জন্মদিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের শিশুদের মাঝে খাবার বিতরণ করলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com