জাতীয় হাতধোয়া দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও হাত ধোয়ার কলাকৌশল শিখিয়েছে গুড নেইবারস বাংলাদেশ। রবিবার বিকেলে জেলা সদরের সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ কার্যালয়ে এই কর্মসুচী পালন করে উন্নয়ন সংস্থাটি। গুড নেইবারস নীলফামারী সিডিপি’র সিনিয়র অফিসার(প্রোগ্রাম) জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আহসানুল হক, গুড নেইবারস এর মেডিক্যাল অফিসার আবু তাহের সবুজ। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার কলাকৌশল শেখান চিকিৎসক আবু তাহের সবুজ। স্বাস্থ্য বিধি মেনে কর্মসুচীতে শিক্ষার্থী, অবিভাবক, সংস্থার স্বেচ্ছাসেবকরা এতে অংশগ্রহণ করেন। গুড নেইবারস নীলফামারী সিডিপির স্বাস্থ্য কর্মকর্তা মরিয়ম ইয়াসমিন বলেন, ‘আমাদের ভবিষ্যত আমাদের হাতে-আসুন একসাথে এগিয়ে যাই’ শ্লোগানে এবারে বিশ^ হাতধোয়া দিবস পালিত হয়।