১৯ অক্টোরব মঙ্গলবার সম্প্রতি মঞ্চ দিনাজপুরের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নজির বিহীন সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষিতে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর নিকট সম্প্রীতি মঞ্চের আহবায়ক ও আবুল কালাম আজাদ ও সদস্য সচিব রেজাউর রহমান রেজু’র নেতৃত্বে সদস্যরা স্বারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তিন দফা দাবী সহ বলা হয় সনাতন ধর্বাম্বলীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজায় এবার পরিকল্পিত ভাবে কুমিল্লার পূজামন্ডপে ব্যাপক তান্ডব এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কুমিল্লায় ঘটে যাওয়া এ উগ্রবাদী তান্ডবের পর নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর, কুড়িগ্রাম ও রংপুরের পীরগঞ্জ সহ বিভিন্ন স্থানে পূজা মন্ডপ সহ হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর-দোকানপাট ভাংচুর অগ্নিসংযোগ এবং বর্বরোচিত ও নৃশ্বংস হত্যাকান্ডের সংঘটিত হয়েছ। আমরা এ ঘটনায় ভীষনভাবে মর্মাহত ও বিক্ষুব্ধ। স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে স্বাধীন বাংলাদেশে এমন হিংসাত্মক ধর্মীয় উগ্রবাদের উত্থান উদ্বেগজনক। আমরা মনে করি সরকার জনগনকে সম্পৃক্ত করে কঠোর হস্তে সাম্প্রতিক মাথাচাঁরা দেওয়া ধর্মীয় উগ্রবাদ দমন করতে আমরা সক্ষম হব। স্মরকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন, ডাঃ আহাদ আলী, অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার, চিত্ত ঘোষ, কানিজ রহমান, রবিউল আউয়াল খোকা, নুরুল মতিন সৈকত, সুব্রত মজুমদার ডলার, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সারওয়ার হাসান ক্লিপ্টন, তারেকুজ্জামান তারেক, সহিদুল ইসলাম শহিদুল্লাহ, রহমতুল্লাহ, এস এম চন্দন।