১৯ অক্টোবর মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে “পূজা মন্ডপে হামলা, অগ্নি সংযোগ, চরম নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টের অপচেষ্টাকারী দুবৃর্ত্তদের বিরুদ্ধে রুখে দাড়াও” এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সারাদেশের মতো দিনাজপুরে নাগরিক সমাবেশ ও সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে নাগরিক সমাবেশ ও সম্প্রীতি রক্ষা দিবসে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সম্মিলিত জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ এর সভাপতি রবিউল আউয়াল খোকা, অধক্ষ্য হাবিবুল ইসলাম বাবুল, মহিলা পরিষদের কানিজ রহমান, নজরুল পরিষদের প্রদীপ ঘোষ, গ্রুপ থিয়েটার ফেডারেশন এর তারেকুজ্জমান তারেক, কমরেট হবিবর রহমান, সনৎ চক্র লিটু, আশিষ কুমার দত্ত বাবলা, এসএম চন্দন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দূর্গা পূজা পালনকালে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, কুড়িগ্রাম, পীরগঞ্জ সহ দেশের কয়েকটে স্থানে প্রতিমা ভাংচুর, মন্ডপ তছনছ সহ যে দুর্ভাগ্য জনক ঘনটার অবতারনা করা হয়েছে তা আমাদের গভীর ভাবে উদ্বিগ্ন ও ক্ষুদ্ধ করেছে। ষড়যন্ত্রকারীরা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মানুষের ধর্মানুভুতি ব্যবহার করে সামাজিক সম্প্রীতি বিনষ্ট ও সংঘাত উষ্কে দেওয়ার যে ঘৃন অপপ্রয়াস নিয়েছে তা এখনিই কঠোর হাতে দমন করা দরকার। সেই সাথে ষড়যন্ত্র ও উষ্কানী দ্বারা সামাজিক সম্প্রীতি ও শান্তি বিনষ্টকারীদের দৃঢ়ভাবে দমনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা আমরা দাবি করছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আমাদের থিয়েটারের হারুন উর রশিদ।