রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

কক্সবাজার গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ চোরাই মোবাইলসহ আসামী গ্রেফতার

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক চোরাইকৃত ২৪ টি মোবাইল সহ চোরাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার রাতে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, সিএনজির পিছনে রাখা ২৫টি মোবাইল নিয়ে ১৬ অক্টোবর সকাল ১১টার সময় সেবা টেলিকমের সরল বিশ্বাসের সুযোগে সিএনজি চালক পালিয়ে যায়। এ নিয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু হলে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে সিএনজি গাড়ী শনাক্ত করে। এসময় সিএনজি গাড়ীটি জব্দ করে ড্রাইভারকে চিহ্নিত করে। পরবর্তীতে ২০ অক্টোবর দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় চকরিয়া থানা এলাকা থেকে উক্ত আসামী সিএনজি চালক আমান উল্লাহ ছোটন(৩৫), পিতা- মৃত সাচী মিয়া, সাং- বদরখালী, (২ নং ওয়ার্ড), থানা- চকরিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীর হেফাজত হতে চোরাইকৃত ২৫ মোবাইলের ২৪টি মোবাইল উদ্ধারকরা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com