মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

ফকিরহাট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যাত্রাপুর উপ-শাখার উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ফকিরহাট শাখার আওতাধীন যাত্রাপুরে উপ-শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উদ্বোধন শেষে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফকিরহাট শাখার ম্যানেজার (অপারেশন) রাশেদুল ইসলামের পরিচালনায় মতবিনিময়ের সময় শুভেচ্ছ স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফএভিপি ও ফকিরহাট শাখা ব্যবস্থাপক এস কে আব্দুল হামিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন ও যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চু, গ্রাহক রাখেন মো. কামরুজ্জামান, শিক্ষক আব্দুল গনি, ভবন মালিক আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যাত্রাপুর উপ-শাখার ইনচার্জ এস এম রুহুল কুদ্দুস, আইটি অ্যাসিষ্ট্যান্ট অফিসার মোঃ ইউনুস, যাত্রাপুর বাজারের বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ী সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে নতুন উপ-শাখার সফলতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ওমর ফারুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com