সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

কৃতজ্ঞতা জ্ঞাপনের সভায় ভালোবাসায় সিক্ত মেয়র দেওয়ান কামাল আহমেদ

নূর আলম নীলফামারী :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদকে ‘নৌকা’ প্রতিক দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাবেশ হয়েছে। নীলফামারী পৌর আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় জেলা শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নীলফামারী পৌরসভার বতর্মান মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। এতে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। কৃতজ্ঞতা প্রকাশের এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক। প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান কামাল আহমেদ বলেন, আমি ইতোপুর্বে পাঁচটি নির্বাচন করে জয়ী হয়ে মানুষের সেবা করে চলেছি। কিন্তু সেসব নির্বাচনে আমার প্রতিক ছিলো স্থানীয়। জাতীয় প্রতিক পেয়ে এবারই প্রথম পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছি। এজন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রী নৌকা উপহার দিয়ে আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটি যেন অটুট থাকে এজন্য আগামী ২৮নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয় উপহার দিতে চাই মাননীয় নেত্রীকে। তিনি বলেন, ১৯৮৯ সালে প্রথম যখন নির্বাচিত হই তখন কিছুই ছিলো না এই পৌরসভা এলাকায় আর এখন কি হয়েছে যা দৃশ্যমান। বঙ্গবন্ধু কন্যার সহযোগীতার ফলে নীলফামারী পৌরসভা আজ আধুনিক পৌরসভায় পরিনত হয়েছে। এরআগে বেলা তিনটায় সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন দেওয়ান কামাল আহমেদ। সেখানে ফুলেল ভালোবাসায় শিক্ত হন তিনি। পাঁচ’শ মোটর সাইকেল আর আড়াই’শ মাইক্রোবাস এর বহরে দেওয়ান কামাল আহমেদকে নীলফামারীতে নিয়ে আসা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। প্রসঙ্গত আগামী ২৮নভেম্বর নীলফামারী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থী হিসেবে দেওয়ান কামাল আহমেদ এবং নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর নাম পাঠানো হয় কেন্দ্রে। গত ২১অক্টোবর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রতিক বরাদ্দ সভায় নীলফামারী পৌরসভায় বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদকে নৌকা প্রতিক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ মিনারের সভায় আওয়ামীলীগ ছাড়াও সহযোগী সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com