মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

বিজয়নগরে ১ হাজার তালগাছের চারাসহ ফলজ বনজ ও ঔষধি চারা বিতরণ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন সংঘের উদ্দ্যোগে এক হাজার তালগাছের চারা সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বুধন্তী ইউপির ইসলামপুর বাজার মাঠ প্রাঙ্গণে, ইসলামপুর গ্রামের কৃতি সন্তান ইসলামপুর পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন সংঘের আহ্বায়ক, ঢাকা জজ কোর্টের সিনিয়র এডভোকেট আখতার উন-নবী আপন এর সভাপতিত্বে ও মো: ইজাজুর রহমান রাকিবের সঞ্ছালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। উক্ত বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বিভিন্ন স্থানে প্রতিবছর বজ্রপাতে অনেক প্রাণহানি ঘটে, বজ্রপাতের ছোবল থেকে বাছতে পারেনা আবাল বৃদ্ধ বনিতা সহ গৃহপালিত পশু-পাখি জীবজন্তু এমনাকি বাড়িঘরও। চারদিকে বজ্রপাতের আঘাতে ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে, গত কয়েক বছর ধরে এর আঘাত খুব বেশী হচ্ছে, এর মূল কারণ বজ্রপাত রোধে কোন ব্যবস্থা নেই, বৃটিশ শাসন আমলে, বৃটিশ সরকার এদেশের মাটির নীচে নির্দিষ্ট দুরত্বে ম্যাগনেটিক পিলার বসিয়ে ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিছু অসাধু ব্যক্তি টাকার মোহে রাতের আধারে মাটি খুঁড়ে তা তুলে কালবাজারে বিক্রি করে দেয়, এর পর থেকেই দেশে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রাকৃতিক ভাবে বজ্রপাত রোধে কৃষি অফিসার পরামর্শে তাল গাছ রোপন করা জরুরী, তাই এ আয়োজন, তালগাছ আকাশচুম্বি হওয়ায় বজ্রপাতের সময় তৈরী ইলেক্ট্রন চার্জ শোষণ করে এর ক্ষতি থেকে রক্ষা করে। উক্ত অনুষ্ঠানে এলাকার জনসাধারণের মাঝে এক হাজার তালগাছের চারা সহ আরো অনেক বিভিন্ন ধরণের ফলজ, বনজ,ও ঔষধি গাছ বিতরণ করেন, পাশাপাশি নিজ দায়িত্বে তা রোপণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। আমন্ত্রিত অতিথিরা কিছু চারা রোপণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী মেহাম্মদ শফিকুল ইসলাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মো: শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো:শিব্বির আহমেদ, ইসলামপুর আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মো: ইমরান খাঁন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য কাজী মো: হারিছুর রহমান, মাধবপুর তিতাস শিশু জেনারেল হাসপাতালের এমডি আমেদুল হক জিন্টু, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী, সেক্রেটারী জিয়াদুল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com