রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

বেলাবতে ওপেন হাউজ ডে

বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

“আপনার পুলিশ আপনার পাশে, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য থেকে সামনে রেখে বেলাবতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, দুর্নীতি, বাল্য বিবাহ, ইভটিজিং এবং নারী নির্যাতন সংক্রান্ত ওপেন হাউজ ডে ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বেলাব থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ এর সভাপতিত্বে ও বেলাব থানার এস আই মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইনামুল হক সাগর, রায়পুরা ও বেলাব থানার সার্কেল এসপি সত্যজিৎ কুমার ঘোষ, বেলাব থানা ওসি (তদন্ত) উত্তম রায়, বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নরসিংদী জেলা পরিষদের সদস্য এ্যাড. শহিদুল্লাহ (শহিদ), বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়া ,চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেহ উদ্দীন খান সেন্টু, বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃগোলাম মোস্তুফা গোলাপ, পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন, বেলাব প্রেসক্লাব সভাপতি শেখ আব্দুল জলিল, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাফি’সহ শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ। নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইনামুল হক সাগর বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য বেলাব বাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি। এ সময় অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইনামুল হক সাগর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com