বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

রংপুরের সহকারী কমিশনার (কাস্টমস) এসি সাজ্জাদ হোসেনের পদোন্নতিতে হারাগাছ প্রেসক্লাবের ফুলের শুভেচ্ছা

আয়নালহক স্টাফ রিপোটার রংপুর :
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

রংপুরের সহকারী কমিশনার (কাস্টমস) এসি সাজ্জাদ হোসেন ডেপুটি কমিশনারেট অফ (কাস্টমস) ডিসি পদোন্নতি পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক রতন রায়হান। তিনি ৩১ তম বিসিএস কাস্টম ক্যাডারে উক্তীর্ণ হয়ে কাস্টমস এ যোগদান করেন। ঢাকাসহ, লালমনিরহাট ও পরবর্তীতে রংপুর বিভাগে সহকারী কমিশনার (কাস্টমস) এসি হিসেবে যোগদান করেন। তিনি রংপুরে যোগদানের পরপরই তার নেতৃত্বে বেশ কিছু উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেন এবং সফল হন। যেমন, বিপুল পরিমাণে জাল ব্যান্ডল উদ্ধার, ছোট বিড়ি ফ্যাক্টরী শুল্ক ফাঁকি দিয়ে বিড়ি বাজারজাত করে আসছিলো,তাদের চিহ্নিত করে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ,অনলাইনের মাধ্যমে প্রতিমাসে বিনা পয়সায় ভ্যাট রিটার্ন দাখিল করণসহ উল্লেখযোগ্য অনেক অভিযান তার নেতৃত্বে পরিচালনা করেন সফলতার সহিত। সরকারকে শুল্ক ফাঁকি দেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তার এ অভিযান অব্যাহত আছে। তার এ দক্ষতার সহিত অভিযানের ফলে শুল্কের হার জমা দান বৃদ্ধি পায়। সহকারী কমিশনার (কাস্টমস) এসি থেকে ডেপুটি কমিশনারের অফ (কাস্টমস) ডিসি পদোন্নতি পাওয়ায়, তার এ সফলতা অর্জন লাভ করায় আমরা হারাগাছ প্রেসক্লাব পরিবার অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com