গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্টার লাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া ও তার কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের শাস্তির দাবিতে রোববার বিকেল ৪টার দিকে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) সামনের সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্টার লাইন পরিবহনের শ্রমিক ও স্থানীয়রা। এর আগে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোটালীপাড়া স্টার লাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, বীর সমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, মোঃ হাবিবুর রহমান, মোঃ সারোয়ার হোসের মোল্লা, মোঃ কামাল হোসেন, মো: ইসহাক হোসেন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। কোটালীপাড়া স্টার লাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘ নয় বছর সুনামের সাথে কোটালীপাড়ায় দিগন্ত পরিবহনের কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। কিন্তু দিগন্ত পরিবহনের মালিক পরিবহন সার্ভিস বন্ধ করে দিতে চাইলে আমি তিন বছরের লিজ নিয়ে পরিবহন পরিচালনা করে আসছিলাম। পরবর্তীতে দিগন্ত পরিবহনের দায়িত্ব নেন কোটালীপাড়া পৌরসভার মেয়র শেখ কামাল হোসেনের ভাই দুলাল শেখ। আর আমি স্টার লাইন পরিহনের দায়িত্ব নিয়ে পরিচালনা শুরু করি। পৌর মেয়রের প্রভাব খাটিয়ে দিগন্ত পরিবহনের দুলাল শেখ ও স্টাফরা আমার স্টার লাইন কাউন্টারের সামনে রেখে যাত্রী টানা হেচড়া করে এবং আমার ষ্টাফদের হুমকী দিতে থাকে। এর এক পর্যায়ে গত ২৭ অক্টোবর দিগন্ত পরিবহনের মালিকের লোকজন আমার স্টার লাইন পরিবহনের ষ্টাফদের মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনায় ওই দিন কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি। সিসি টিভির ফুটেজ দেখে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।