রাবির শেখ রাসেল মডেল স্কুল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নামে নির্মিত ‘শেখ রাসেল মডেল স্কুল’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ভার্চুয়ালি স্কুলটির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ‘শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যখন বঙ্গবন্ধু তার সর্বোচ্চ ত্যাগ দিয়ে এই দেশ স্বাধীন করলেন, ঠিক সেই সময়ে একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। যারা হত্যাকারী ছিল তারা বাংলাদেশের চরিত্র পাল্টে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা সফল হতে পারেনি।’ ‘স্বাধীনতার অপশক্তিরা জানতো যে, শিশু রাসেলও যদি বেঁচে থাকে, তাহলে তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবেন। সেই ভয়েই তারা রাসেলকে হত্যা করেছে। রাসেল যেমন মেধাবী ছিলেন তেমনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে দেশের জন্য বিশাল অবদান রাখতে পারতেন।’ ডা. দিপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু বার্ট্রান্ড রাসেলের নামে তার ছেলে রাসেলের নাম রেখেছিলেন। সেই শিশুটি বড় হলে দেশ ও জাতির প্রতি অসাধারণ ভূমিকা রাখতেন। ঘাতকেরা সেই সুযোগ দেয়নি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কোনো শিশুকে যেনো হত্যা করা না হয়। সব অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। রাসেলের মতো প্রতিবাদী প্রতীক হয়ে উঠবে আমাদের শিশুরা। সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের শিশুরা যেনো একজন গণতান্ত্রিক মানুষ হতে পারে এবং যোগ্য নাগরিক ও বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে সেই প্রত্যাশা করি।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম, শেখ রাসেল স্কুলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আইইআর ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, স্কুলের অধ্যক্ষ মোছা. লিসাইয়া মেহজাবিন প্রমুখ।